এপিজে বাংলা সাহিত্য উৎসব। প্রথম পর্ব

বাংলা ভাষার গল্প, কবিতা, উপন্যাস, সিনেমা, নাটক , সব মিলিয়ে এক অভূতপূর্ব অধিবেশন এর আয়োজন করা হয়েছে, এই এপিজে বাংলা সাহিত্য উৎসবে। তৃতীয় বছরে পদারপনকারী এই উৎসব, বাঙালির অনেক কাছের,অনেক প্রিয়।তাই প্রথম বছর থেকেই এই উৎসব শুধুই জনপ্রিয়তা পেয়েছে তাই নয়,বিশ্ব সাহিত্য চর্চায় এর প্রভাব ছড়িয়েছে অনেকখানি।

এই বছরের সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনেএর অনুষ্ঠানের প্রথমেই, বাংলা ভাষায় কুইজ সকলের নজর কেড়েছিল।বাংলা সাহিত্য ভিত্তিক প্রশ্নের তালিকা ভাবিয়ে তুলেছিল প্রতিযোগিদের। এরপর ভ্রমণরসিক বাঙালির প্রসঙ্গে, ভ্রমণপিপাসু ভাবনার কথা তুলে ধরলেন নন্দিতা বাগচী, শঙ্কর বোস ও রঙ্গন দত্ত। বাঙালি শুধুমাত্র ভ্রমণরসিক নয়, ভ্রমণপাগল, আর রহস্যপিপাসু।তাই বারবার বাঙালি ফিরে গিয়েছে হিমালয়ের কোলে। বাঙালির ভ্রমণপ্রিয় মনোভাব আজকের নয়, সেই আবুল ফজলের লেখায় ও পাওয়া গেছে এর কথা।

এরই পরবর্তী অধিবেশনে এসেছে ভোজনরসিক বাঙালির প্রসঙ্গ। দেবাশীষ মুখোপাধ্যায়ের সঞ্চালনায়, শিলাদিত্য চৌধুরী, রাজীব ঘোষ ও বিকাশ মুখোপাধ্যায়ের বক্তব্য ছাপ ফেলেছে ভোজনরসিক মনে। বাঙালি মাত্রই ভোজনপ্রিয় কিন্তু একটা কথা আছে না, “খালি পেটে ধর্ম হয় না”, তা ও সত্যিই বটে। ৪০ এর দশক থেকে আজও, বাঙালি তার ভোজনরসিকতা ভোলেনি, তার খাদ্যপ্রীতি, আজও তাকে করে তোলে অনন্য।

এরপর গানে গল্পে পঞ্চকবির গান পরিবেশনায় পরমা দাশগুপ্ত ছিলেন অতুলনীয়, কথনে শ্যামলী আচার্য এর ভূমিকাও উল্লেখযোগ্য।

To read more click here