এপিজে বাংলা সাহিত্য উৎসবের থিম মিউজিক এবং ভিডিও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন:-
২০১৫ সালে, অক্সফোর্ড বুকস্টোর ও পত্রভারতীর যৌথ উদ্যোগে এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হয় দেশের আনন্দনগরী কলকাতায়। বাংলা ভাষার প্রতি সব বয়সি পাঠক বন্ধুদের আগ্রহী করে তোলার এই উদ্যোগ প্রথম বছর থেকেই সাফল্যের শীর্ষে পৌঁছে যায়। বিগত নয় বছরে, বাংলা ভাষার গল্প-কবিতা-উপন্যাস-সিনেমা-নাটক নিয়ে চিত্তাকর্ষক বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠান আয়োজিত হয়েছে এই সাহিত্য উৎসবে। এই উৎসব বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বিনম্র প্রয়াস। আগামীদিনে বৃহত্তর ও উন্নততর হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে সবার প্রিয় এই উৎসব এক দশক পূর্ণ করার দোরগোড়ায় এসে দশম বর্ষে ১৫, ১৬ ও ১৭ নভেম্বর ২০২৪, অক্সফোর্ড বুকস্টোর, পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্বাস, এভাবে এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক স্তরে নিজের পরিচয় তৈরি করে নেবে এবং আরও বেশি সংখ্যক পাঠক-শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবে বাংলা ভাষা ও সাহিত্যকে।
মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য বিশ্বকে বুঝিয়েছে ২১শে ফেব্রুয়ারি, প্রত্যুত্তরে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গ্রহণ করেছে এ জগৎ। ব্যবহারকারীর সংখ্যার নিরিখে বিশ্বের সপ্তম বৃহত্তম এই ভাষার অপরিসীম মাধুর্যেই সৃষ্টি হয়েছে প্রচুর সাহিত্য ও সংগীতI বাঙালির কাছে যেমন বাংলা সাহিত্য, শিল্প ও সংগীত প্রিয়, একইভাবে প্রিয় উৎসব। তাই কথায় বলে উৎসব প্রিয় বাঙালিI উৎসব মানেই মিলনক্ষেত্র। যেমন নদীরা সাগরে মিলিত হয়, সেইভাবে বাংলার সাহিত্য, শিল্প, সংগীত সবই মিলিত হয়েছে এপিজে বাংলা সাহিত্য উৎসবের এই মঞ্চে।
ABSU @ইউটিউব
ABSU @ইনস্টাগ্রাম
ABSU @ফেইসবুক
30,355
Apeejay Bangla Sahitya UtsobOfficial Facebook Page of Apeejay Bangla Sahitya Utsob organized by Oxford Bookstore
সর্বাণী নাগের লেখা "ব্যাঙ ব্যাঙাচির ডায়েরি" র আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানের কিছু ঝলক।প্রকাশনায়: Little নবভারতী প্রকাশনী
|
ABSU @টুইটার |