এপিজে বাংলা সাহিত্য উৎসবের থিম মিউজিক এবং ভিডিও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন:-
থিম মিউজিক | থিম ভিডিও
অক্সফোর্ড বুকস্টোর ও পত্রভারতীর যৌথ উদ্যোগে এপিজে বাংলা সাহিত্য উৎসব শুরু হয় ২০১৫ সালে দেশের আনন্দ নগরী কলকাতায় । বাংলা ভাষার গল্প-কবিতা-উপন্যাস-সিনেমা-নাটক নিয়ে চমক জাগানো সব অধিবেশন অনুষ্ঠিত হয় এখানে । বাংলা ভাষার প্রতি সব বয়সি পাঠক বন্ধুদের আগ্রহী করে তোলার এই উদ্যোগ প্রথম বছর থেকেই সাফল্যের শীর্ষে পৌঁছে যায় । এই উৎসব বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বিনম্র প্রয়াস । আগামীতে আরো বৃহত্তর ও উন্নততর হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে পঞ্চম বর্ষে সবার প্রিয় এই উৎসব ২২, ২৩ এবং ২৪ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র ভারতী মিউজিয়াম, জোড়াসাঁকোতে ।
মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য বিশ্বকে বুঝিয়েছে ২১ সে ফেব্রুয়ারি, প্রত্যুত্তরে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গ্রহণ করেছে এ জগৎ । ব্যবহারকারীর সংখ্যার নিরিখে বিশ্বের সপ্তম বৃহত্তম এই ভাষার অপরিসীম মাধুর্যেই সৃষ্টি হয়েছে প্রচুর সাহিত্য ও সংগীত I বাঙালির কাছে যেমন বাংলা সাহিত্য, শিল্প ও সংগীত প্রিয়, একইভাবে প্রিয় উৎসব। তাই কথায় বলে উৎসব প্রিয় বাঙালি I উৎসব মানেই মিলনক্ষেত্র। যেমন নদীরা সাগরে মিলিত হয়, সেইভাবে বাংলার সাহিত্য, শিল্প, সংগীত সবই মিলিত হয়েছে এপিজে বাংলা সাহিত্য উৎসবের এই মঞ্চে ।
ABSU @ইউটিউব
ABSU @ইনস্টাগ্রাম
ABSU @ফেইসবুক আজকের আড্ডা ![]() হর্ষবর্ধন গোবর্ধনের স্রষ্টা বিখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিবসে এপিজে বাংলা সাহিত্য উৎসবের পক্ষ থেকে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। ![]() |
ABSU @টুইটার |