আগমনী : এপিজে বাংলা সাহিত্য উৎসব ২০১৭।

15042252_1876832975869059_4915058346577488339_o

বাঙালীর সাহিত্যপ্রেমের বরাবরই কোনো তুলনা হয় না। সুখে দুঃখে, হাসি কান্নায় কবিতা-গানের অভাব রবীন্দ্রনাথ কোনোদিন হতে দেননি। জীবনে একবারও কবিতা লিখতে চেষ্টা করেনি এমন বাঙালী আতশ কাচের তলাতেও খুঁজে পাওয়া যাবেনা। জীবনানন্দের বনলতা সেন থেকে সুনীলের নীরা- কবিতাই চিরকাল বাঙালীর প্রেমিকা যোগানের ব্যবস্থা করে এসেছে।

সাহিত্যপ্রেমী বাঙালীর এই বাংলাতেই সাল ২০১৫, অক্টোবর মাসের এক শনিবার সকালে এপিজে বাংলা সাহিত্য উৎসব (ABSU) তার পথ চলা শুরু করে। মহালয়ার তিনদিন আগে দুই বাংলার মাঝের কাঁটাতারকে উপেক্ষা করেই অক্সফোর্ড বুক স্টোরে শুরু হল বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক নতুন উদযাপন, শুরু হল নবীন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে পৌঁছে দেওয়ার এক নতুন প্রচেষ্টা, পাশে ছিল পত্রভারতী প্রকাশনী। এই অনুষ্ঠানে মোট সাতটি আলোচনাসভার আয়োজন করা হয়- “পাঠকের জন্য লিখি, না মনের তাগিদে লিখি”, “বিতর্ক না হলে সাহিত্য জনপ্রিয় হয়না”, “সিনেমার সাহিত্য, নাকি সাহিত্যের সিনেমা” এরকম কয়েকটি বিতর্কমূলক ও যুগোপযোগী বিষয় নিয়ে। আলোচনায় ছিলেন শঙ্খ ঘোষ, সমরেশ মজুমদার, শ্রীজাত, নবনীতা দেবসেন, ইমদাদুল হক মিলন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। দিনের শেষ অধিবেশনে বরুণ চন্দের পরিচালনায় নচিকেতা, সুরজিৎ ও কালিকাপ্রসাদের “সার্থক আধুনিক গান, সার্থক কবিতা”-র আলোচনা দিয়ে শেষ হল একদিনের এই সাহিত্যানুষ্ঠান।

Click here to read more…